Ticker

6/recent/ticker-posts

Ad Code

### **ভালোবাসার গল্প**

 একটা ছোট্ট গ্রামে থাকতো রাহিম। সে খুব সাদাসিধে, চুপচাপ স্বভাবের ছেলে। আর পাশের বাড়িতে থাকতো আয়েশা, একেবারে উল্টো—হাসিখুশি, দুষ্টু-মিষ্টি মেয়ে।

 

শৈশব থেকেই ওরা একসাথে খেলত, নদীর ধারে হাঁটত, পুকুরে পাটপাতা ভাসাত। সময়ের সাথে সাথে খেলার ছলে যে বন্ধুত্ব ছিল, সেটা ধীরে ধীরে অদ্ভুত এক টান হয়ে দাঁড়াল।

 

রাহিম কখনো মুখ ফুটে কিছু বলতে পারেনি, শুধু দূর থেকে আয়েশাকে দেখত। একদিন গ্রামের মেলায় সবাই মজা করছে, হঠাৎ ভিড়ের মধ্যে আয়েশার হাতটা রাহিম শক্ত করে ধরে ফেলল। আয়েশা হেসে বলল— “কী রে, হাত ছাড়বি না নাকি?”

 

রাহিম লাজুক চোখে তাকিয়ে শুধু বলল— “ছাড়ব না… যদি তুইও ছাড়িস না।”

 

আয়েশা একটু চুপ করে রইল, তারপর মিষ্টি হেসে বলল— “তাহলে ধরে রাখ।

Post a Comment

0 Comments