রাহাত ছোট্ট এক গ্রামের ছেলে। সারাদিন মাঠে খেলাধুলা, নদীতে সাঁতার কাটা আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া—এই নিয়েই তার জীবন।
কিন্তু রাহাতের একটা স্বপ্ন ছিলো—সে পড়াশোনা করে একদিন শিক্ষক হবে।
গ্রামে তখন পড়াশোনার সুযোগ তেমন ছিল না। অনেকেই বলত,
“এই সব পড়াশোনায় কি হবে? জমি-জিরাত দেখো।”
কিন্তু রাহাত হাল ছাড়েনি। রাতে লণ্ঠনের আলোয় পড়াশোনা করত।
তার মা সবসময় পাশে থাকত। বলত—
“জ্ঞানই মানুষের আসল শক্তি, তুই হাল ছাড়িস না।”
বছর ঘুরতে ঘুরতে রাহাত স্কুলে ভালো ফল করল, শহরে গিয়ে কলেজে ভর্তি হলো।
কষ্ট করে টিউশনি করে পড়াশোনা চালিয়ে গেল।
শেষমেশ তার স্বপ্ন পূর্ণ হলো—সে গ্রামের স্কুলেই শিক্ষক হয়ে ফিরল।
গ্রামের বাচ্চারা এখন রাহাতের কাছেই পড়ে।
যারা একসময় তাকে নিরুৎসাহ করেছিল, তারাও এখন গর্ব করে বলে—
“এই তো আমাদের রাহাত মাস্টার!”
0 Comments